ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জার্মানির অবিস্মরণীয় সেই গোল (ভিডিও) 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫১, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ম্যাচ হারলে ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে আর যদি জিতে টিকে থাকবে আশা।এমন কঠিন সমীকরণ মাথায় রেখে শনিবার রাতে সুইডেনের বিপক্ষে মাঠে নামে জার্মানি। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচের শেষ মুহূর্তের জয়সূচক গোলে সুইডেনকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানি।  

এদিন মাঠে নেমে প্রথমে এক গোল খেয়ে বসে জোয়াকিম লো`র দল। কিন্তু এর পর থেকেই একের পর এক আক্রমণ করেও গোল পাওয়া কঠিন হয়ে যায়। বিরতির পর গোল খরা কাটান মার্কেজ রয়েজ। সমতায় ফিরে আরও ক্ষুরধার হয়ে উঠে জার্মান শিবির। ভাগ্য দেবতা সহায় ছিল না জার্মানির। তাই নিশ্চিত কয়েকটি গোল থেকেও বঞ্চিত হয় জার্মানি।কখনো স্ট্রাইকারদের মিস, বারে লেগে বল ফিরে আসা ও গোলকিপারের নৈপুন্যতায় ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি।

তবে শেষ মিনিটে টনি ক্রুসের অবিশ্বাস গোলে জয় আদায় করে বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়ালো জার্মানি।

‘এফ’ গ্রুপের খেলায় এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলেছে জার্মানি, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও সুইডেন।এর মধ্যে মেক্সিকো দু’ম্যাচেই জয় পেয়েছে আর একটি করে জয় পেলো জার্মানি ও সুইডেন। তবে জার্মানি পরবর্তী খেলা দক্ষিণ কোরিয়ার সাথে আর মেক্সিকো ও সুইডেন একে অন্যের বিরুদ্ধে লড়বে তাদের পরবর্তী ম্যাচে। আর এতেই জমে উঠেছে এই গ্রুপের বিশ্বকাপ লড়াই। 

কেআই/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি